সোমবার, ১৫ জুন, ২০১৫

আমার বর্তমান লক্ষ্য

আমি বর্তমানে কিছু কাজের লক্ষ্য নিধারণ করে জীবন কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই ।কাজের তালিকায় প্রথমে রয়ছে অধ্যায়নের পাশাপাশি টাইপিং আয়ত্ত্ব করা ।সেই টাইপিং করতে গিয়ে বল্গে লিখা শুরু করা।নিজের ক্ষীন সমকে কতটুকু সার্থক করতে পারবো জানি না। কিন্তু চেষ্টা অব্যহত রাখবো এই বিশ্বাস আমার আছে।নিজেকে আমি একটু উপরের দিকে দেখতে চাই।তাই আমার অনেক কাজ অনুভব করি।কিন্তু এত এত কাজের মাঝে নিজেকে কখনো কখনো খুজে পাওয়াটা কষ্ট হয়ে পরে।

পূর্ব কথন

আমি জীবন নিয়ে যে অনুভতি অনুভব করছি,তা সংরক্ষণ করার তাগিদা থেকে এই ব্লগে লিখার চেষ্টা।